লিড নিউজজাতীয়

তেঁতুলতলা মাঠ ফিরে পেয়ে খুশি শিশুসহ আন্দোলনকারীরা ।প্রতিদিন সংবাদ

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে থানাভবন নির্মাণ বন্ধ করে এটাকে মাঠ হিসেবে রাখার নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মাঠটি রক্ষায় আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের পর তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণকাজের প্রতিবাদে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছিল।

এরই মধ্যে ঘোষণা আসে, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মাঠে ভবন হচ্ছে না।

পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমের সামনে পড়ে শোনান মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস ছিল প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করা গেলে আমরা মাঠ ফিরে পাবো।

তেঁতুলতলা মাঠ আধুনিক করে তুলতে সংবাদ সম্মেলনে বসেই মাঠের নকশা করে দেওয়ার ঘোষণা দেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন।

তিনি বলেন, মাঠ উন্মুক্ত রাখার এ ঘোষণা এলাকাবাসী ও শিশু-কিশোরদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

মাঠের উন্নয়নে পাশে থাকবেন বলে ঘোষণা দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি এলাকায় এ রকম দুটি মাঠ দরকার। মাঠ থাকলে শিশুরা খেলতে পারবে। বৃদ্ধরা বসে কথা বলতে পারবে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, মাঠ না থাকলে আমাদের সন্তানেরা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হবে। এটা হতে দেওয়া যায় না।

মাঠ ফিরে পেয়ে উচ্ছ্বসিত এলাকার শিশুরাও। তারা বলে, আমরা ঈদ উপহার হিসেবে মাঠ পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *