সারাদেশধামরাই সংবাদলিড নিউজ

ধামরাইয়ে ৫ শতাধিক রোগিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

 ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ধামরাই ঢাকার ধামরাই বাজারের আবির কনসালটেশন সেন্টারের পরিচালক ডাক্তার শাহজাহান মিয়ার বড় ছেলে আবীর হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রায় ৫ শতাধিক রোগিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ধামরাই বাজারে আবির কনসালটেশন সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশু ও মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গরীব ও অসহায় রোগিদের সবসময় ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার শাহজাহান মিয়া। ধামরাই বাসি তাকে গরীবের ডাক্তার হিসেবে জানেন। আবির কনসালটেন সেন্টারের উদ্যোগে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় ডাক্তার লতিফা ইয়াসমিন আখি ফ্রি চিকিৎসা সেবা দেয়। রোগিদের মধ্যে শিউলী,শেফালী আক্তার বলেন, আমরা গরীব মানুষ আমাদের শিশুদের ফ্রি চিকিৎসা নিতে পেরে অনেক উপকার হয়েছে। শাহজাহান স্যারের জন্য আমরা দোয়া করি তাকে আল্লাহ যেন দীর্ঘায়ু দান করেন ও তার প্রয়াত সন্তান আবীর হোসানকে জান্নাত নসিব করেন। তিনি গরীব মানুষের জন্য অনেক কিছু করে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার মো. শাহজাহান মিয়া বলেন, এলাকার অসহায় গরীব মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা দিতে পেরে আমি আনন্দিত। বছরে তিনদিন আমি ফ্রি চিকিৎসা সেবা প্রদান করি থাকি। এটা সারাজীবন করতে চাই। তিনি আরও বলেন, আল্লাহ পর মানুষ ডাক্তারকে বিশ্বাস করেন। একজন ডাক্তার ইচ্ছা করলে মানুষের সেবা করে একজন মহান মানুষে রুপান্তিত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *