সারাদেশধামরাই সংবাদলিড নিউজ

ধামরাইতে টুপি পড়ে ডাকাতি, কুপিয়ে জখম মালামাল লুট।

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- পবিত্র শবেবরাতের রাতে কুমিল্লা জেলার নিমসাগর এলাকার পাইকারি আড়ৎতে লেবু বিক্রি করে বাড়ি ফেরার পথে ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের কসমস এলাকায় টুপি পড়ে ডাকাতি করে কুপিয়ে জখম করেছে মোঃ আব্দুর রহমার (৫০) এক লেবু ব্যবসায়ী ও গাড়ী চালক সোলাইমান ও মোকছেদকে। ডাকাতদলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা দুইজন। গতকাল রবিবার (২৫ফ্রেরুয়ারী) দিনগত রাতে ধামরাই কচমচ এলকায় এমন ঘটনাটি ঘটেছে।স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বিশ্বাস মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তাদের দুইজনকে সাভার স্পেশালাইজড হসপিটাল ভর্তি করা হয়েছে। এই বিষয়ে ঘটনার বর্ননা দিয়ে লেবুবাহি পিকআপ ভ্যানের ড্রাইভার সোলাইমান বলেন, আমরা কুমিল্লায় লেবু বিক্রি করে মানিকগঞ্জের সাটুরিয়া ফিরছিলাম। এই সময় গাড়িটি যখন ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছায়, তখন একদল ডাকাত ঢাকা- আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দিয়ে আমাদের ব্যারিকেড গাড়ী গতিপথ রোথ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। আমাদের সাথে বৈলতলা গ্রামের লেবু ব্যবসায়ী মুকসেদকে ও তারা মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতদলের সবার মাথায় টুপি পরিহিত ছিল। এই বিষয়ে আহত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে শাহিন আলম রাকিব সাংবাদিকদের জানায়, আমার আব্বাকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার স্বাস্থ্যের অবনতি ঘটায় দ্রুত অপারেশনের জন্য সাভার স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। ডাকাতদের অস্ত্রের আঘাতে আমার বাবার বুকের হাড় কেটে যাওয়ায় ডাক্তারা তার অবস্থা আশংকাজনক জনক বলে জানিয়েছেন। এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, ধামরাইয়ে ডাকাতির ঘটনায় আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *