সারাদেশলিড নিউজ

দিনাজপুরের বেশ কয়েকটি গ্রামে পালিত হচ্ছে ঈদ

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহা পালন করছে বেশ কয়েকটি গ্রামের মুসল্লিরা। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষের পাশাপাশি মহিলারাও জামাতের সাথে ঈদুল আজহার নামাযে অংশগ্রহণ করেন।

এতে ইমামতি করেন বিরল উপজেলার ফ্যামিলি কেয়ার মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক।

ঈদের নামাজ শেষে মাসুদ রানা নামের এক মুসল্লি বলেন, সারা বিশ্বের যে কোন প্রান্তে যদি চাঁদ দেখা যায়, আর যদি সংবাদ পাওয়া যায় যে চাঁদ দেখা গেছে তবে সাড়া বিশ্বের মানুষ এক সাথে ঈদের নামাজ আদায় করতে পারে। সারা বিশ্বের তারিখ তো একটাই তারিখের তো কোন পরিবর্তন হতে পারে না। শুধু কয়েক ঘণ্টার ব্যবধান থাকে। আমরা সংবাদ পেয়েছি তাই আমরা ঈদুল আজহা পালন করছি।

ঈদ জামাতের ইমাম আব্দুর রাজ্জাক বলেন, সাড়া বিশ্বের প্রত্যেকটা ধর্মের একটা ইউনিটি আছে। ইংরেজি সালের পৃথিবীর তারিখ একটাই। তাই আমি মনে করি পৃথিবীতে আরবি মাসের তারিখ এক হওয়া উচিৎ। সৌদি আরবের মুফতি মাসায়েখরা একমত, সারা বিশ্বের মুসলিমরা যেন একই সাথে ঈদ পালন করতে পারে।

এদিকে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার বেশ কিছু এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার। এসব পরিবারের মুসল্লিরা জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। পরে তারা পশু কোরবানি দেন।

সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন কমিটির নেতারা জানান, জেলার ১৩ থানায় প্রায় ৪৪ টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে প্রায় ২শতাধিক মুসল্লি অংশগ্রহণ করছে। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পিছন ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে। একই সাথে চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালাদার গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলও প্রতিবছর তা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *