ধামরাই সংবাদলিড নিউজ

ধামরাইয়ে সড়কের কাজ চলছে কচ্ছপ গতিতে চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কাচা, আধা পাকা ও পিচঢালাই সহ মোট ১১ শত কিলোমিটার সড়ক রয়েছে । এর মধ্যে প্রায় সাড়ে চারশত পিচঢালাই সড়ক থাকলে বর্তমানে ৫০ কিলোমিটার সড়ক একেবারেই চলার অনুপযোগী হয়ে পড়েছে।

ঢাকার ধামরাইয়ের সুয়াপুর থেকে ফুটনগর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কের পিচঢালাইয়ের কাজ শেষ করার কথা থাকলে মাত্র ৫ কিলোমিটার পিচঢালাইয়ের কাজ তিন বছর আগে শেষ করে চলে যায় রাফিয়া এন্টারপ্রাইজ।
পরে রি-টেন্ডারে মাধ্যমে ওপাল এন্টারপ্রাইজ বাকী ১১ কিলোমিটার সড়কের কাজ শুরু করলে ও তা চলে কচ্ছপ গতিতে ।

ধামরাইয়ের সুয়াপুর থেকে ফুটনগরের এই সড়কে রোগী নিয়ে চলাচল তো দূরের কথা সুস্থ্য মানুষ চলাচল করে, প্রতিনিয়ত হচেছ অসুস্থ । আর দূর্ঘটনা তো ঘটছে অহরহ ।
একই অবস্থা ধামরাইয়ে সুতিপাড়া থেকে নান্নার বাজার পর্যন্ত। সুয়াপুর থেকে ফুটনগর এবং সুতিপাড়া থেকে নান্নার বাজারের এই সড়কে চলাচলকারীরা তাদের নানা ক্ষোভে প্রকাশের পাশাপাশি দ্রæতই সড়ক সংস্কারের দাবী ও জানান তারা ।

ধামরাই উপজেলা ইঞ্জিনিয়ার মো: আজিজুল হক বলেন, ইচেছ থাকলে ও নানা সমস্যার কারণে সড়ক গুলোর কাজ দ্রæত গতিতে শেষ করতে পারছেন না ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করছি খুব দ্রæত সময়ের মধ্যে সড়ক গুলোর কাজ শেষ করে দেওয়ার জন্য ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *