সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের এসএসসি এইচএসসি পরীক্ষা
আগামী ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ন্যায় সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে। আগামী বছরের এ দুই পাবলিক পরীক্ষা ২০২২ সালের মত নির্ধারিত এক ও অভিন্ন পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে নিতে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির প্রস্তাবে পরীক্ষার সিলেবাস জানাতে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা সাড়ে ১২টায় এটি অনুষ্ঠিত হবে।