বিনোদনলিড নিউজ

যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’ পেলেন শাকিব খান

টানা সাত মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। এর আগে দেশ ছেড়ে একটানা এতদিন কোথাও থাকেননি তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’ পেয়ে গেলেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।

শাকিব খানের আমেরিকাপ্রবাসী এক ঘনিষ্ঠজন দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় ছয় মাস থাকার তার শর্তটিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।” ছয় মাসের বেশি সময় পর আগামী ৬ জুলাই শাকিব খান তার জন্মভূমি বাংলাদেশে আসবেন বলেও জানিয়েছেন নায়কের ওই ঘনিষ্ঠজন।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরের দেশ ছাড়েন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে শুরু হবে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর শুটিং। সেখানে বাংলাদেশি কিং খানের বিপরীতে দেখা যাবে একজন মার্কিন অভিনেত্রীকে। তাই দেশে এসে ঈদের পর আবারও মার্কিন মুলুকে উড়ান দেবেন শাকিব খান।

গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। কিন্তু গ্রিন কার্ডের জন্য শাকিব খান দেশ না থাকায় অংশ নিতে পারেননি সিনেমাটির প্রচারণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *