ধামরাইয়ে সাংবাদিকের বাসা থেকে মোটরসাইকেল চুরি
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে এক সাংবাদিকের বাসা থেকে একটি মোটর সাইকেল চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ধামরাই পৌরসভার নতুন দক্ষিনপাড়া মহল্লার এশিয়ান টিভির প্রতিনিধি ধামরাই প্রেসক্লাবের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বকুলের তিন তলা ভবনের নিচ তলা গ্যারেজের কলাপসিবল গেটের চারটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ভাগ্নে সারোয়ার হোসেন চন্দনের ব্যবহৃত ১৫০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬০-৩৭৯৭) মঙ্গলবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা নিয়ে গেছে। এ ঘটনায় আজ বুধবার সকালে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুধন চন্দ্র বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।