সারাদেশখেলাধুলালিড নিউজ

ধামরাইয়ে নুর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন

ধামরাই প্রতিনিধিঃমোঃ ওবাইদুল খান :    ঢাকার ধামরাইয়ে আমেনা নুর ফাউন্ডেশনের আয়োজনে সানোড়া ইউনিয়নের ভালুম কেন্দ্রীয় যুব সংঘের খেলার মাঠে গতকাল বিকাল ৫টার সময়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে । পর্যায়ক্রমে ১৬টি টিমে খেলা  চলবে। গতকাল খেলায় অংশ গ্রহণ কারী দলের নাম বেরশ সবুজ সংঘ একাদশ বনাম পাইকপাড়া সূর্য সেনা বয়েজ ক্লাব  ভাড়ারিয়া।  সানোড়া     ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভালুম কেন্দ্রী যুবসংঘের সভাপতি মোঃ আব্দুল কাদের  সভাপতিত্বে অনুষ্ঠানি  উদ্বোধন করেন  আমেনা    নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা  আহম্মদ আল জামান(সিআইপি) বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,   ঢাকা জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃআবু সাঈদউপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্র লীগের   সাবেক সভাপতি মোঃ     হাবিবুর রহমান হাবিব, উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *