সারাদেশধামরাই সংবাদলিড নিউজ

ধামরাইয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চারাগাছ বিতরণ, পাঠাগার, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালীথা গ্রামে শতাধিক দেশবরেণ্য গুণীজনদের সম্পৃক্ততায় গড়ে উঠা গুণীজন ফাউন্ডেশন কার্যালয়, বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়। ঐ দিন এলাকাবাসীকে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। বিতরণ করা হয় চারাগাছ। একই দিনে ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গণভোজ। গতকাল শনিবারের এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের বোর্ড মেম্বার এসডিআই এর সিইও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা -২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাবেক সভাপতি সাংবাদিক আবু হাসান, সাংবাদিক মুকলেছুর রহমান, সাবেক সভাপতি বাবুল হোসেন সহ ধামরাই, সাভার, মানিকগঞ্জ এর সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *