ধামরাইয়ের ৩শত নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন
ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান
শোকের মাস উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য সি আই পি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আলজামানের উদ্যোগে প্রায় চল্লিশটি গাড়ির বহরের মাধ্যমে গতকাল শনিবার (১৯ই আগষ্ট) আওয়ামীলীগের তিন শতাধিক নেতাকমী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গী পাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধিস্থলে ফুলের শুভেচছা ও শ্রদ্ধানিবেদন করেছেন ।
এ সময় উপস্থিত ছিলেন সি আই পি ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান, ঢাকা ২০ ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেস হোসেন। সাবেক কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া ,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ,ধামরাই কলেজের সাবেক ভিপি হাবিব সহ আরো অনেকেই ।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে ধামরাই উপজেলা আওয়ামীলীগ মাসব্যাপী ধামরাইয়ের প্রতিটি ইউনিয়ন,পৌরসভা সহ স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসায় চলমান দোয়া মিলাদ ও আলোচনা সভা সহ গণভোজের আয়োজন করেন।