ধামরাইয়ে বিএনপির পথযাত্রা অনুষ্ঠিত
ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান
নিদলীয় নিরেপেক্ষ সরকার পুনপ্রতিষ্ঠার ১ দফা দাবীতে ঢাকার ধামরাইয়ে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে । ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ঢাকা আরিচা মহাসড়কে এসে পথযাত্রাটি জনসমুদ্রে পরিণত হয় ।
ঢাকা আরিচা মহাসড়কে পথযাত্রা চলাকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশর¦ চন্দ্র রায়,ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, নিপুন রায়, ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান,ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইতিয়াক আহমেদ ফারুক, সহ আরো অনেকেই ।