নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সঠিক নেতৃত্বের জন্য বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার বিকল্প কেউ নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। যারা স্বাধীনতার বিরোধী শক্তি তারা আবারো মাথা চারা দিচ্ছে, দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করে চলছে। তিনি জনগণের শক্তিকে বিশ্বাস করেন। কোন পরাশক্তিকে বিশ্বাস করেন না। আমরা সন্ত্রাস জঙ্গিবাদ দমনে যেমন সফল হয়েছি, তেমনি মাদক নির্মূলেও সফল হবো। শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন।
ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের কুশুরা বৈন্যা এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর মাদক সন্ত্রাস জঙ্গিবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ধামরাইয়ের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফি।