সারাদেশধামরাই সংবাদ

ধামরাইয়ে মাদক বিরোধী কর্মশালায় নিন্দা প্রস্তাব

 ধামরাই প্রতিনিধি: বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর উদ্যোগে ঢাকার ধামরাইয়ে মাদক প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলার সূতিপাড়ায় এফটিসি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। সংস্থার প্রধান সামছুল হকসহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ। সভাপতিত্ব করেন ওসি (অপারেশন) নির্মল কুমার দাস। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, সাবেক সভাপতি আবু হাসান, আজাহারুল ইসলাম রাজু, মাসুদুর রহমান বাবুল প্রমূখ। প্রথম ধাপে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর ও সূতিপাড়া গ্রামকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন, ধামরাই থানা পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা), ধামরাই মুক্তস্কাউট, ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ধামরাই প্রেসক্লাব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। তবে নারীসহ দুই ইউপি সদস্য জুলেখা বেগম ও ইদ্রিস আলী উপস্থিত থাকলেও স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেনকে পুলিশ এবং এলাকাবাসী বারবার আহবান জানানোর পরও তিনি এ পর্যন্ত কোন কর্মশালায় উপস্থিত না হওয়ায় এলাকাবাসী ও বক্তাদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। অপরদিকে ওই ইউপি সদস্য সাংবাদিকের সংবাদ ও কর্মতৎপরতায় আক্রোশের বশবতী হয়ে স্থানীয় সাংবাদিক মিজানুর রহমানের গ্রামের বাড়িতে একটি সামাজিক সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংস্থা (গভ: রেজিষ্টার্ড) এর ফার্নিচারসহ তাকে তুলে আনার জন্য যায় বলে জানা যায়। ওই ঘটনার প্রতিবাদে কর্মশালায় নিন্দা প্রস্তাব উত্থাপিত হয়। প্রায় দুইশতাধিক উপস্থিতি হাত উঁচিয়ে এই প্রস্তাবকে সানন্দে সমর্থন জানানোর পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাদক নির্মূলের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় তিনি ওই ইউপি সদস্যের আচরনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাদকসেবি বা বিক্রেতাদের গ্রেফতার করার পর তাদের ছাড়িয়ে নিতে যত বড় ক্ষমতাধর ব্যক্তি তদবির করুক না কেন কোন অবস্থাতেই গ্রেফতারকৃতদের ছাড়া হবে না। তিনি স্থানীয় সাংবাদিকের বাড়িতে গিয়ে ওই ইউপি সদস্য যে আচরণ করেছেন তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন। ইউপি সদস্য এমদাদের নেতৃত্বে দৈনিক ইত্তেফাক প্রত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্র্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো: মিজানুর রহমানের বাড়িতে জোড়পূর্বক প্রবেশ করে তার উপর হামলার চেষ্টা করেন এবং তার পরিবারের লোজনকে হয়রানির চেষ্টা ও করেন তারা । এঘটনায় ধামরাই প্রেসক্লাবে এক জরুরী সাধারণ সভা ডাকা হয় এবং জরুরী সাধারণ সভায় ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে প্রেসক্লাবের সকল সদস্যের সম্মুতি ক্রমে নিন্দা প্রস্তাব আনা হয় । পরে সাংবাদিকরা একত্রিত হয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার সহ গুরুত্বপূর্ন অনেক দপ্তরে স্বারক লিপি এবং অভিযোগ পত্র জমা দেওযা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *