সারাদেশলিড নিউজজাতীয়

ছুরিকাঘাতে সাংবাদিককে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায়  প্রধান সন্দেহভাজন রায়হানকে (২৫) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় রাত ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহত আশিক জেলা শহরের আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত নতুন দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আটক রায়হান পৌর এলাকার ভাদুঘর এলাকার শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি তার কাছ থেকে জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন বলেন, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিল। সোমবার বিকালে শহরের অবকাশ পার্কে আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুটি রিকশায় ফিরছিলাম। আশিক আমার রিকশার পেছনের রিকশায় ছিল।

তিনি বলেন, পাবলিক লাইব্রেরির সামনে পৌঁছানোর পর রায়হান নামে এক যুবকসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *