বাসে বদরুন্নেসার ছাত্রীকে ধর্ষণের হুমকি : চালক-হেলপার গ্রেপ্তার ।প্রতিদিন সংবাদ
হাফ ভাড়া দিতে চাওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ঠিকানা পরিবহনের চালক মোহাম্মদ রুবেল এবং হেলপার মো. মেহেদী হাসান।
রাতে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাত নয়টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চান। কিন্তু চালকের সহকারী হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী। চালকের বিরুদ্ধেও তার সহকারীকে সমর্থনের অভিযোগ ওঠেছে।
এর প্রতিবাদে রবিবার সকাল নয়টা থেকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকেন বদরুন্নেসার শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক বিক্ষোভের পর তারা বকশিবাজার মোড় অবরোধ করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন তারা। ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল তাদের হাতে।
পরে ২৪ ঘণ্টার আলটিমেটামসহ তিন দফা দাবির কথা জানিয়ে সড়ক থেকে সরে যান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।